কম্পিউটার টিপস



START MENU এর গতি বাড়ানো
আপনি ইচ্ছা করলে start menu এর speed বাড়াতে পারেন। এর জন্য নিচের মত কাজ করুনঃ-


১। start থেকে run ওপেন করে লিখুন regedit তারপর এন্টার দিন।
২। সেখান থেকে নিচের মত যানঃHKEY_CURRENT_USER->ControlPanel-> Desktop->MenuShowDelay

৩। menu show delay তে গিয়ে এর value 400 থেকে 0 করে দিন। দেখবেন আপনার start menu এর speed বাড়বে

এছাড়াও সহজেই Menu shadow বন্ধ করে Start Menu এর গতি বৃদ্ধি করতে পারে
  • ডেক্সটপের যেকোন জায়গায় রাইট ক্লিক করুন
  • Properties যান
  • Appearance tab ক্লিক করুন
  • Effects button - ক্লিক করুন
  • Show shadows under menus আনচেক করুন
Ram এর speed বাড়ান
কম্পিউটার বন্ধ করার সময় ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা পেইজ ফাইল মুছে ফেলে ্যামের গতি বাড়ানো যায়। জন্য Start থেকে control panel- যান। এখান থেকে Administrative Tools->Local Security Policy->Security Settings->Local Policies->Security Options ঠিকানায় যান। ডানপাশেরShutdown : Clear virtual memory page file অপশনে ডাবল ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে
আপনার modem এর speed বাড়িয়ে নিন
আপনার জিপিআরএস বা এজ মডেমের স্পীড বাড়ানোর জন্য প্রথমে control panel -> phone and modem options গিয়ে আপনার মডেমটি সিলেক্ট করুন। এবার properties গিয়ে advance ক্লিক করুন। দেখবেন extra settings সেখানে কমান্ডে লিখুন AT&FX এবার কম্পিউটার রিস্টার্ট করুন। দেখবেন যে আপনার মডেম এর স্পীড যদি 236 kbps হয় তাহলে সেটা 460 kbps পরিণত হবে
কম্পিউটার বন্ধ হতে বেশী সময় নিলে কি করবেন?
আসলে সমস্যার কারন হলোউইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন। “Start” ক্লিক করুন। “Run” যান। regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন। SYSTEM ক্লিক করুন। Control থেকে Session Manager যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdown যান এবং ClearPageAtShutdown ভ্যালুটি ( শূন্য ) করে দিন
কম্পিউটারের WellCome Screen Saver Text পরিবর্তন করুন

আপনি ইচ্ছা করলে welcome screen এর লেখা পরিবর্তন করতে পারবেন। যেজন্য আপনাকে যা করতে হবে: প্রথমে Run গিয়ে Regedit Open করে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon গিয়ে “LegalNoticeCaption ” ডাবল ক্লিক করে Hi Friends How are you লিখতে পারেন এবং “LegalNoticeText” ডাবল ক্লিক করে Are you happy অথবা যে কোন কিছু লিখতে পারেন অতঃপর Enter দিন কাজ শেষ এবার কম্পিউটার Restart করুন মজা নিন নিন
পিসির সাউন্ড শুনে বুঝবেন সমস্যা কি ?

পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ? সাধারণত আমরা যারা পিসি ইউজার তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাউন্ড (বিপ) শুনে অভ্যস্ত

সংক্ষিপ্ত বিপ
এই ধরনে শব্দ সংকেত মূলতঃ মাদারবোর্ড এর সাথে সম্পৃক্ত॥ অন্যভাবে বলা যায় যে, এই ধরনের শব্দ সংকেত সিস্টেম মেমোরীর এরর এর সাথেও সম্পক্ত। [সিস্টেম মেমোরী=বায়োস মেমোরী]

পর পর তিনটি ছোট বিপের পর একটি লম্বা বিপ
সাধারনত এই ধরনের শব্দ সংকেত গ্রাফিক্স কার্ড এর সাথে সংশ্লিষ্ট

পর পর তিনটি বড় বিপের পর একটি ছোট বিপ
সিস্টেম মেমোরীর এররের সাথ সংশ্লিষ্ট এই শব্দ সংকেত

বিপ - বিরতি - বিপ -বিরতি- দুটি পরপর বিপস
মূলত সিপিউ এর সাথে সংশ্লিষ্ট এই শব্দ সংকেত

তিনটি বিপস - বিরতি - তিনটি বিপস - বিরতি- চারটি বিপস
এই ধরনের শব্দ সংকেত ভিডিও মেমোরীর এররের সাথে সংশ্লিষ্ট

তিনটি বিপস - বিরতি - চারটি বিপস - বিরতি- একটি বিপ
এই ধরনের শব্দ সংকেত গ্রাফিক্স কার্ড এররের সাথে সংশ্লিষ্ট

পাঁচটি ছোট বিপস
সিপিউ এর সাথে সংশ্লিষ্ট এই শব্দ সংকেত

লম্বা স্থির বিপস
এটি মূলত সিস্টেম মেমোরীর সাথে সংশ্লিষ্ট

ছোট স্থির বিপ এবং উচ্চস্বরের বিপ
সিপিউ এর তাপমাত্রা অতি উচ্চ মাত্রা নির্দেশ করছে
পেনড্রাইভ ফরমেট না হলে
সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না

পদ্ধতি :
(
)প্রথমে My computer যেয়ে right click করুন।
(
)তারপরে Manage ক্লিক করুন।দেখবেন computer Management window
আসবে।
(
)এবার Diskmanagement ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(
)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(
)তারপরে Fomat ক্লিক করুন

পদ্ধতি :
(
)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(
)তারপরে cmd লিখুন
(
)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs
লিখে ইন্টার চাপুন।
[
এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(
)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন

পদ্ধতি :
(
)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(
)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(
)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(
)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন

আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয় তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব?আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা

কম্পিউটার বন্ধ করার সময়
অনেক সময় কম্পিউটারের C:\ ড্রাইভে থাকা pagefile.sys ফাইলটি ভারী হয়ে যায়। তাই প্রয়োজনে আপনি কম্পিউটার বন্ধ করার সময় পেজ ফাইল পরিস্কার করতে পারেন। এজন্য Start\Settings\Control panel\ Administrative tools\local security policy\local policies\security options- যেতে হবে। এখানে ডান দিকের তালিকার নিচ থেকে Shut down: Clear Virtual Memory Pagefile- দুই ক্লিক করুন এবং Enable করে দিন
ড্রাইভ লুকানোর একটি বিকল্প পদ্ধতি
যদি আপনার কোন প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট কোন ড্রাইভে থেকে থাকে তাহলে কিংবা অন্য কোন কারণে (সবার সাথে শেয়ার না করতে চাইলে), আপনি যদি চান যে কোন ড্রাইভই নিমেষের মধ্যেই লুকিয়ে
ফেলে অন্যদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন
ড্রাইভ লুকিয়ে ফেলার পদ্ধতি (যেমন ধরুন- Registry Editor, Group Policy Editor ব্যবহার করে) কমবেশি আমরা প্রায় সকলেই জানি

নিচে Diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতিগুলি পরপর দেওয়া হল :-

) প্রথমে Diskpart খোলার জন্য Start > Run- ক্লিক করুন অথবা, উইন্ডোজ+R চেপে Run গিয়ে   Diskpart লিখে এন্টার দিন
) নতুন একটি ডস উইন্ডো (Diskpart) ওপেন হবে
) ওখানে ড্রাইভের লিস্ট দেখার জন্য list volume লিখে এন্টার দিন
) এবার যে ড্রাইভটি লুকাতে চান সেটি সিলেক্ট করুন।
   
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, select volume 2 লিখে এন্টার দিন
) সিলেক্ট করার পর ড্রাইভটি লুকানোর জন্য remove letter drivename লিখে এন্টার দিন।
    
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, remove letter D লিখুন
) ব্যস হয়ে গেল।
চেক করে দেখুন, D ড্রাইভটি আর দেখতে পাবেন না। Diskpart D ড্রাইভটিকে মুছে ফেলেছে
হ্যাঁ চিন্তার কিন্তু কোন কারণ নেই, আপনার সমস্ত ডকুমেন্ট নিরাপদে সংরক্ষিত থাকবে
) ড্রাইভ লুকানো তো হল, এবার পূর্বের অবস্থায় আনতে চাইলে আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটা আবার অনুসরণ করতে হবে
শুধুমাত্র চতুর্থ ধাপে এসে remove letter এর জায়গায় assign letter বসাতে হবে……ব্যস
Yahoo Messenger চ্যাট সেভ করে রাখুন 
আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা কম বেশী সবাই Yahoo Messenger এর সাথে পরিচিত। চ্যাট এর ক্ষেত্রে টেক্সট মেসেজিং একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম। চ্যাটে টুকিটাকি অনেক কিছুই আমরা টাইপ করে থাকি। আপনি ইচ্ছা করলেই টাইপ করা মেসেজগুলো হিসটোরিতে সেভ করে রাখতে পারেন। যা পরবর্তীতে আপনি খুলে দেখতে পারবেন। এর জন্য আপনাকে আপনার Yahoo Messenger Sign In করতে হবে। এরপর Preferences -> Archives ক্লিক করুন। এরপর Do you want to save an archives for all messages you send and receive on this computer এর অধীনে Yes, save of all my messages অপশন সিলেক্ট করে Apply -> OK করুন। আপনার কাজ হয়ে গেল। এখন থেকে আপনার সমস্থ চ্যাট সেভ হয়ে যাবে। দেখতে চাইলে View Archive বাটনে ক্লিক করতে হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন